ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা ...

ঢাকা: জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে জুমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের প্রত্যেককে সার্টিফিকেটসহ অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ছয়জনকে পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ীরা হলেন- সুহৃদ সাদিক (১ম স্থান), আরজু আফরিন ক্যাথি (২য় স্থান) ও মো. আকমাল হোসাঈন (৩য় স্থান)। বিজয়ীদের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

স্কুল-কলেজ পর্যায়ে বিজয়ীরা হলেন- বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থী অয়ন চক্রবর্তী (১ম স্থান), ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাজিফা তারান্নুম রুহিয়া (২য় স্থান) ও কুমিল্লার কালাই গোবিন্দপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শারমিন আক্তার (৩য় স্থান)।  

সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদের পক্ষ থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করেছেন ঢাকার করাতিটোলাসি এমএস মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল হক জ্যোতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টিসদস্য আবুল খায়ের লিটু।  

প্রধান অতিথি হিসেবে ছিলেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।  

বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ও যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আহরার আহমদ স্বাগত বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।