ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুর বিমুক্তি বিদর্শন কেন্দ্র পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
রামুর বিমুক্তি বিদর্শন কেন্দ্র পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান ...

কক্সবাজার: কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ ভুবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবান।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তিনি বিমুক্তি বিদর্শন কেন্দ্রে পৌঁছান।

এসময় ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস্ চৌধুরীসহ রামু সেনানিবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক শ্রীমৎ করুণাশ্রী থের।

বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া জানান, ভারতীয় সেনাপ্রধান বুদ্ধমূর্তি এবং বিহারের চারপাশ ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এসবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ