ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবুল হাশেমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
আবুল হাশেমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, দানবীর এবং মুরাদনগর-হোমনা-দেবিদ্দার থেকে নির্বাচিত সাবেক গণপরিষদ সদস্য মো. আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (০৯ এপ্রিল) বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, আলহাজ্ব আবুল হাশেমের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

দেশে শিক্ষা বিস্তারে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

রাষ্ট্রপতি মরহুম আবুল হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলহাজ্ব আবুল হাশেম শুক্রবার সকাল ১১টায় ঢাকার শ্যামলীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর। তিনি ১০ মেয়ে ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এমইউএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ