ঢাকা: বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট দাবি করায় দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ (শতাধিক লোক) সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে ভবন অবরোধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকরিচ্যুত সাংবাদিকরা।
রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় তারা জনকণ্ঠ ভবনে তালা দেন।
আন্দোলনে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।
জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীর ইউনিট চিফ ও সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, আমরা আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে জনকণ্ঠ ভবনে তালা দিয়েছি। আমরা আমাদের দাবি-দাওয়া মানার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে গত ১৫ মার্চ জনকণ্ঠের সম্পাদক ও মালিকের পক্ষ থেকে ৬০ শতাংশ কর্মীর ইমেইলে ১৫ মার্চ একটি করে টার্মিনেশন লেটার (অব্যাহতিপত্র) পাঠানো হয়।
অব্যাহতিপত্র পাওয়ার পর চাকরিচ্যুতরা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান করে আন্দোলন করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
ডিএন/এএ