ঢাকা: রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতার মাদক কারবারিরা হলো- মো. আজিম মিয়া ওরফে রিপন (২৫) ও মো. মাহফুজ আলম মাহিম (১৯)।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিনগত রাতে রাজধানীর কোতোয়ালীর সিরাজউদ্দৌলা পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া আসামিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় নিয়ে আসতো। এরপর ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করতো।
জিজ্ঞাসাবাদে তারা আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এছাড়াও আসামিদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসজেএ/এমকেআর