ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লকডাউন উপেক্ষা করেও বাড়ি ফেরা হলো না খাদিজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
লকডাউন উপেক্ষা করেও বাড়ি ফেরা হলো না খাদিজার

চুয়াডাঙ্গা: লকডাউন উপেক্ষা করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে খাদিজা খাতুন (৩২) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

নিহত খাদিজা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ার ইদ্রীস আলীর মেয়ে।

নিহত খাদিজা খাতুনের ভাই আব্বাস আলী জানান, খাদিজা স্বামীর সঙ্গে নরসিংদীর মনোহরপুরে বসবাস করেন। দেশে লকডাউন চলছে। ১৪ এপ্রিল থেকে আরও কঠোর লকডাউন শুরুর আগেই চুয়াডাঙ্গায় আসছিলেন তিনি। গণপরিবহন বন্ধ থাকায় তিনি বিভিন্ন গাড়িতে ভেঙে ভেঙে যশোর পর্যন্ত আসেন। রাতে আব্বাস আলী যশোর থেকে খাদিজাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঝিনাইদহের সাধুহাটি বাজারে গতিরোধক পার হওয়ার সময় অসাবধানতায় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন খাদিজা। এ অবস্থায় খাদিজাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি।             

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ