ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: লকডাউনের চতুর্থ দিনে ফ্লাইট চালুর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন প্রবাসীরা।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তারা সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় কাওরানবাজার থেকে ফার্মগেট বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট সৃষ্টি হয়।  

সৌদি প্রবাসী শিয়াবউদ্দিন বাংলানিউজকে বলেন, দেশে আসি ২০২১ সালের জানুয়ারির ২২ তারিখ। করোনা ভাইরাসের কারণে বিশ্ব লকডাউনে আটকা করি। সৌদি আরবে আমার ফ্লাইট ছিল ১৫ এপ্রিল। ফ্লাইটের জন্য আমি ভোলা থেকে ১২ এপ্রিল ঢাকায় আসি। এই লকডাউনের মধ্যে আসতে গিয়ে আমার আট হাজার টাকা খরচ হয়ে গেছে। উঠেছি আত্মীয়র এক মেসে। এরই মধ্যে আমার টিকিট ক্যানসেল হয়েছে। ভিসার মেয়াদ শেষ হবে ২০ এপ্রিল।

তিনি আরও বলেন, সৌদি দূতাবাস বলছে, ভিসার জন্য বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে। কারণ বাংলাদেশ লকডাউন ডেকেছে, ভিসার ব্যবস্থা করবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা প্রবাসীরা যেন বিদেশে পৌঁছাতে পারি, সে ব্যবস্থা যেন সরকার আমাদের জন্য করে। আমাদের সরকারের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।