ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা-টিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
হাতীবান্ধায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা-টিন বিতরণ

লালমনিরহাট: লালমনিরহাটর হাতীবান্ধা উপজলায় নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন।

এ সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমদ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার উপস্থিত ছিলেন।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবার প্রতি এক বান ঢেউটিন ও ঘর সংস্কারের জন্য তিন হাজার টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।