ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কর্মহীন মানুষের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
খাগড়াছড়িতে কর্মহীন মানুষের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

খাগড়াছড়ি: পবিত্র রমজান উপলক্ষে এবং কোভিড-১৯ এর সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের কারণে কর্মহীন হওয়া মানুষের জন্য খাগড়াছড়ি জেলায় প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৩৩ হাজার ১’শ ৬৭ ভিজিএফ কার্ডের বিপরীতে ১ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ১৫০ টাকা ও সাধারণ ত্রানের বিপরীতে আরও ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


 
বুধবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
 
জানা গেছে, সাধারণ ত্রাণ বাবদ প্রতি ইউনিয়নের জন্য দুই লাখ ৫০ হাজার টাকা, খাগড়াছড়ি সদর পৌরসভার জন্য ২ লাখ টাকা, মাটিরাঙা ও রামগড় পৌরসভার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা উপবরাদ্দ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়রদের বিধি বিধান মেনে দ্রুত গরীব ও দুঃস্থদের মধ্যে এই অর্থ বিতরণ করার জন্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস অনুরোধ জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।