ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

এক হাজার বস্তা সরকারি চালসহ ট্রলার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এক হাজার বস্তা সরকারি চালসহ ট্রলার জব্দ

বরিশাল: বরিশালে পাচারকালে সরকারি খাদ্য গুদামের এক হাজার বস্তা চালসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রলার চালককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে এ চাল জব্দ করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি ট্রলারে ৫০ কেজি ওজনের এক হাজার বস্তায় আনুমানিক ৫০ মেট্রিকটন সরকারি চাল পাচার হচ্ছিল। বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ মৃধা লোকজন নিয়ে ট্রলারটি জব্দ করে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ চাল জব্দ করেছি। পাশাপাশি ট্রলারের চালক আব্দুস ছত্তারকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে।

আটক ট্রলার চালক ছত্তারের বরাত দিয়ে মিজানুর রহমান বলেন, জব্দকৃত চালগুলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গোডাউনের। জাহাজে আসা চাল থেকে এক হাজার বস্তা চোরাইভাবে কালোবাজারে বিক্রির জন্য ট্রলারে করে মুলাদীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, সরকারি চাল পাচারের ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেটা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।