ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তাররা হলেন-সাকিব (১৮) মো. ইয়াছিন (১৯) মো. শিমুল (২০) মো. সুজন (১৯) ও ৫।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাতে পল্লবী থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বালুর ঘাট বারনটেক এলাকার মামা ভাগিনা ভ্যারাইটিজ স্টোর এর সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৭-৮জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেপ্তাররাসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্র হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এজেডএস/জেএইচ