ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা আই হসপিটালের কনসালটেন্টের ভবিষ্যৎ তহবিলের চেক হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
বসুন্ধরা আই হসপিটালের কনসালটেন্টের ভবিষ্যৎ তহবিলের চেক হস্তান্তর বসুন্ধরা আই হসপিটালের কনসালটেন্টের ভবিষ্যৎ তহবিলের চেক হস্তান্তর।

ঢাকা: বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনিস ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মোহাম্মদ আব্দুল খালেকের ভবিষ্যৎ তহবিলের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) হাসপাতাল কার্যালয়ে ডা. মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ তালহার হাতে চেক তুলে দেন বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মোটুসি ইসলাম।

এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ আব্দুল খালেক ২০১৪ সালের ২৪ ডিসেম্বর থেকে বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ২ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। তার কর্মজীবনের সমুদয় পাওনা সমূহ (বেতন ও ভবিষ্যৎ তহবিল) হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।