ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ পেলেন ৩২ নারী উদ্যোক্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
বাগেরহাটে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ পেলেন ৩২ নারী উদ্যোক্তা

বাগেরহাট: বাগেরহাটে ৩২ জন উদ্যোক্তার মাঝে ২২টি ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর)দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ শেষে নারী উদ্যোক্তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পি এল সি বাগেরহাট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পি এলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডলসহ বাগেরহাটের বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা এবং অর্ধশতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এজন্য সব ব্যাংকের কর্তৃপক্ষকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার অনুরোধ জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।