বরগুনা: বরগুনার আমতলীতে চাচাতো বোনকে নির্যাতনের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই মেয়েটির মা বাদি হয়ে আমতলী থানায় মামলাটি দায়ের করেন।
রোববার (২৫ এপ্রিল) সকালে পাশবিক নির্যাতনের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
এ মামলায় অভিযুক্তের নাম মাসুম মাতুব্বর (২০)। পেশায় মোটরসাইকেল চালক মাসুম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার মজিবর মাতুব্বরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাড়িতে ভুক্তভোগী ওই মেয়েটিকে একা রেখে বাবার বাড়িতে যান তার মা। এ সুযোগে বাড়িতে একা পেয়ে শনিবার দুপুরে মেয়েটিকে পাশবিক নির্যাতন করেন মাসুম। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান মাসুম।
ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানান, বিষয়টি জানাজানি হলে মাসুমের পরিবার স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার জন্য তাদের নানাভাবে চাপ দেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম হাওলাদার বলেন, পাশবিক নির্যাতনের এ ঘটনা জানতে পেরে ভুক্তভোগী ওই মেয়েটির বাড়িতে পুলিশ পাঠাই। পরে ভুক্তভোগী ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদে তিনি পাশবিক নির্যাতনের কথা স্বীকার করলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় রাতেই মাসুমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারীর মা।
তিনি আরো বলেন, সকালে ভুক্তভোগী ওই নারী ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠানো হবে। আর অভিযুক্ত মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এনটি