ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে থাকা ভারতীয়রা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
বাংলাদেশে থাকা ভারতীয়রা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারবেন

ঢাকা: সীমান্ত বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে দুটি স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন।

রোববার (২৫ এপ্রিল) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের উদ্দেশে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থল সীমান্ত রুট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, বাংলাদেশে থাকা যে সব ভারতীয় নাগরিক, যাদের ভারতে প্রবেশ করা দরকার তাদের সহায়তার জন্য বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করা হবে।

ভারতীয় নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। আগ্রহী নাগরিকদের ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভোর ৬টা থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট নিউজ: অনুমতি নিয়ে তিন স্থলবন্দর দিয়ে ফেরা যাবে ভারত থেকে

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।