ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই পুড়ে যাওয়া ঘর। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি ঘর। এ সময় গোয়ালঘরে থাকা একটি গাভী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকান্ডে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।  

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আনোয়ার হোসেন শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে আনোয়ার হোসেনের স্ত্রী রান্না করছিলেন। চুলায় রান্নারত অবস্থায় দরকারি কাজে তিনি ঘরে যান। এ সময় হঠাৎ করেই চুলার আগুন চারপাশে ছড়িয়ে পড়ে রান্নাঘর পুড়তে থাকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আনোয়ার শিকদার ও তার ভাই মোক্তার শিকদারের বসতঘরে আগুন লেগে যায়। এসময় গোয়াল ঘরে থাকা মোক্তার শিকদারের একটি গাভী পুড়ে যায়।  

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ৫টি ঘর পুড়ে যায়।

মোক্তার শিকদার বলেন, আগুনে আমার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ১টি বসত ঘরসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।