ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩১, ১৭ অক্টোবর ২০২৪, ১৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ১ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
খাগড়াছড়িতে ১ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ১ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি: পবিত্র রমজান উপলক্ষে খাগড়াছড়িতে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির কদমতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন- শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরাসহ প্রমুখ।
 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু জানান, প্রথম ধাপে জেলা সদরের এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। ধাপে ধাপে পুরো জেলায় মোট সাড়ে পাঁচ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।