ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে কাভার্ডভ্যানচাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
রূপগঞ্জে কাভার্ডভ্যানচাপায় মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জন হলেন- রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার ও তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরা (১২)।

আহত দু’জন হলেন- নিহত রুবির ছোট মেয়ে নাফিজা (৬) এবং অটোরিকশাচালক হুমায়ুন মিয়া।  

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নিজ বাড়ি থেকে রুবি  তার বড় মেয়ে ফাতেমা-তুজ- জোহরা  ও ছোট মেয়ে নাফিজাকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি কালাদীর উদ্দেশে রওয়ানা হন। অটোরিকশাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি ও তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরা নিহত হন। এ সময় আহত নাফিজা ও অটোরিকশাচালক হুমায়ুন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পালিয়ে যাবার সময় কাভার্ডভ্যানসহ চালক তপন চন্দ্র রায় ও হেলপার তারেক মাঝিকে আটক করা হয়েছে বলেও জানান পরিদর্শক মাহবুবুর।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।