ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোগীর অপারেশন করলেন চিকিৎসকের সহকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
রোগীর অপারেশন করলেন চিকিৎসকের সহকারী

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডেন্টাল সার্জনের চেম্বারে বসে এক রোগীর অপারেশন করেছেন চিকিৎসকের সহকারী। অপারেশনের পর রোগীর দাঁতের মাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে মোস্তাফিজুর রহমান নামে চিকিৎসকের ওই সহকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডাপ্রাপ্ত মোস্তাফিজুর নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের গোবিন্দ জিউর আখড়া সংলগ্ন নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে ডা. খান ই এনাম নামে একজন ডেন্টাল সার্জন চেম্বার করতেন। তার সহকারী হিসেবে কাজ করছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু কিছুদিন ধরে ডা. খান ই এনাম চেম্বারে আসেন না। এ সুযোগে মোস্তাফিজুর গত ১৭ এপ্রিল এক রোগীর দাঁতের অপারেশন করে দেন।

এরপর রোগীর দাঁতের মাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন অভিযান চালিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও শেখ মহি উদ্দিন বাংলানিউজকে জানান, মোস্তাফিজুর রহমান ডেন্টাল সার্জনের সহকারী। অপারেশন করার যোগ্যতা তার নেই। সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চেম্বারটির ডেন্টাল সার্জন খান ই এনামের ডিগ্রির ব্যাপারে সন্দেহ আছে বলেও  ইউএনও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।