ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত উপ-কমিশনারদের র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৪, ২০২১
অতিরিক্ত উপ-কমিশনারদের র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আরএমপি কমিশনার

রাজশাহী: সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপ-কমিশনারদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।  

মঙ্গলবার (৪ মে) দুপুরে আরএমপি সদর দফতরের কনফারেন্সরুমে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আনুষ্ঠানিকভাবে তিনজনকে অতিরিক্ত উপ-কমিশনারের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- আরএমপির শাহ মখদুম জোনের সহকারী পুলিশ কমিশনার সোনিয়া পারভীন, বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন ও গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার (ডিবি) রকিবুল ইসলাম।  

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলীসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাঙ্ক ব্যাজ পড়ানোর পর ফুল দিয়ে সব কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন পুলিশ কমিশনার।

এর আগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার/অতিরিক্ত উপ-কমিশনার (গ্রেড-৬) পদে পদোন্নতি পান ১০৫ জন সহকারী পুলিশ সুপার। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ০৪, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।