ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

‘স্পিডবোট দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় ২৬ জনের’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ৫, ২০২১
‘স্পিডবোট দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় ২৬ জনের’

মাদারীপুর: শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী পরিত্যক্ত ফেরিঘাটের কাছে পদ্মানদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত সবাই মাথায় আঘাত পেয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক আযহারুল ইসলাম।

বুধবার (৫ মে) দুপুরে শিবচরের কাঁঠালবাড়িতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে প্রচুর অব্যবস্থাপনা রয়েছে। এতে দক্ষিণাঞ্চলের যাত্রীদের হয়রানি ও ভোগান্তি হয়। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। নানা ত্রুটি-বিচ্যুতি উঠে এসেছে। কোনো প্রশিক্ষণ ছাড়া এই নৌরুটে একটিও নৌযান চলতে পারবে না, প্রত্যেক চালককে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে, এ ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশ থাকবে। দোষি ব্যক্তিদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার সুপারিশও থাকবে। বৃহস্পতিবার বিকেলে এই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসন বরাবর পেশ করা হবে।

এ সময় তদন্ত কমিটির বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত, বিআইডব্লিউটিএ’র নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, কাঁঠালবাড়ি নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোস্টগার্ড নারায়নগঞ্জের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আসমাদুল ইসলাম।

সোমবার ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩২ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ছেড়ে আসে একটি স্পিডবোট। স্পিডবোটটি কাঁঠালবাড়িতে এলে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। এ সময় জীবিত উদ্ধার করা হয় ৫ জনকে। পরে ঘটনার অনুসন্ধানে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে এ ঘটনায় কাঁঠালবাড়ি ঘাটের নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় ঘাটের ইজারাদার শাহআলম খান, চালক শাহআলম, স্পিডবোটের দুই মালিক চান্দু মিয়া ও রেজাউলের বিরুদ্ধে একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।