নাটোর: নাটোর সদর উপজেলার আগদিঘা কাঁটাখালী গ্রামে ভুট্টা ক্ষেত থেকে মো. ওহাব আলী মিয়াজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টার দিকে ওহাব আলী তার জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কোথাও তার সন্ধ্যান না পেয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার দুপুরের দিকে নিহতের ছোট ছেলের বৌ ওই ভুট্টার জমির দিকে গেলে সেখানে ওহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের জমিতে কাজ করা কৃষকরা এগিয়ে আসে এবং থানায় খবর দেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি থেকে ফিরে আসার পথে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৭, ২০২১
এসআরএস