সাভার (ঢাকা): ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এর আগেই সড়কে গাড়ি চাপ বাড়তে শুরু হয়েছে।
রোববার (০৯ মে) দুপুর থেকেই নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এখনো সড়ক দুটিতে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
সরজমিনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে নরশিংহপুর পর্যন্ত কয়েক কিলোমিটার যানজট দেখা গেছে। এই যানজটের চাপ পড়েছে নবীনগর-চন্দ্রা মহাসড়কেও।
আলিফ পরিবহনের চালক মিল্লাত বাংলানিউজকে বলেন, এইতো কয়েক দিন থেকে চলছে আমাদের গাড়িগুলো। আর সব গাড়ি একসঙ্গে বের হওয়ায় গাড়ি প্রচুর হয়েছে রাস্তায়। এছাড়া জামগড়া এলাকায় সড়কে অনেক ভাঙচুর থাকায় অনেক যানজট লেগেছে।
সাভার ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গণপরিবহন ছেড়ে দেওয়াতে সড়কে আগের তুলনায় গাড়ির চাপ অনেক বেশি। তবে আশুলিয়ার সড়কটিতে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ও খানা খন্দ থাকায় থেমে থেমে পরিবহন চলছে। এছাড়া পরিবহন চালকেরা সেই সড়কে অভারটেকিং করতে গিয়ে যানজট বাধিয়ে দিচ্ছে।
সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, গাড়ির চাপ বেড়েছে তবে আন্তজেলার গাড়ি না চলাতে সড়কে সবকিছু সহনীয় পর্যায়ে আছে। কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে না। পরিবহন ধীরে ধীরে চলছেই। এছাড়া জামগড়া এলাকার সড়কটি মেরামত করার জন্য আমরা সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা মেরামত করছে ঠিকই কিন্তু তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। আজ মেরামত করলে দুই একদিনের ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ৯ মে, ২০২১
এনটি