ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে গাছ কাটার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (১০ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে৷
সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় দেড় শতাধিক গাছ কাটা পড়েছে বলে দাবি করেছেন পরিবেশ রক্ষা আন্দোলনকারীরা৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেই সমালোচনার ঝড় উঠে৷
এ বিষয়ে গত ৫ মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ব্যাখ্যা দেয়৷
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য-বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে বিভিন্ন সময়ের আন্দোলন ও ঘটনাসহ মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে শিখা চিরন্তন, স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রভৃতি নির্মাণ করা হয়েছে।
মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ মহাপরিকল্পনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে দেশপ্রেমিক-সচেতন নাগরিকদের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১০, ২০২১
ডিএন/আরআইএস