ঢাকা: ঘাটে গাড়ি ও যাত্রীর চাপ বুঝে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
সোমবার (১০ মে) সংস্থার চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মরদেহবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের সময় মানুষ হুড়মুড়িয়ে উঠে যাচ্ছেন। ফলে ঘাটে জরুরি যান আটকা পড়ে যাচ্ছে। এ জন্যই যে ঘাটে প্রয়োজন মনে হবে, সে ঘাটে ফেরি বাড়ানো হবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৬টি ফেরি সচল। যার মধ্যে মরদেহবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনের গাড়ির জন্য তিনটি ফেরি দিনে চলাচল করে। আর রাতে প্রয়োজন মোতাবেক পণ্যবাহী ফেরি চলাচল করে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি আছে ১৭টি। এ রুটেও দিনে দু-তিনটি ফেরি জরুরি প্রয়োজনে চলাচল করতো।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ১১, ২০২১
ডিএন/ওএইচ/