ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুধবার ভোরে ঢাকায় আসছে চীনের উপহারের টিকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ১১, ২০২১
বুধবার ভোরে ঢাকায় আসছে চীনের উপহারের টিকা

ঢাকা: চীনের উপহারের ৫ লাখ টিকার চালান বুধবার (১২ মে) ভোরে ঢাকায় আসছে। মঙ্গলবার (১১ মে) ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনা দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হবে। বুধবার ভোর সাড়ে ৫ টায় বিমানটি ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সেই টিকার চালান এরই মধ্যেই বিশেষ ফ্লাইটে উঠানো হয়েছে। এর আগে সোমবার টিকা নিয়ে একটি কভার্ডভ্যান বেইজিং এয়ারপোর্ট নেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, মে ১১, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।