ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৩, ২০২১
বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন: ড. মোমেন

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে নিজের বাড়িতে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ পরামর্শ দেন।

ড. মোমেন বলেন, এবার ঈদও করোনা মহামারির মধ্যে এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন। আপনারা যথাযথ সতর্কতা অবলম্বন করুন। কেননা বেঁচে থাকলে জীবনে আরও অনেক ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি বলেন, ঈদের এ আনন্দ দিনে মাহে রমজানের শিক্ষা- সংযম, সিয়াম, পবিত্রতা, এবং উন্নত জীবনের আনন্দ সারাটি জীবনে হোক আপনার আমার চলার পাথেয়। উজ্জ্বল হোক, সুন্দর হোক, নন্দিত হোক আপনার যাত্রা পথ, হে বিশ্ব প্রতিপালক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।