রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে ঈদে স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমান করে লামিয়া সরকার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৪ মে) ভোরে উপজেলার পানানগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) ইমরান জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, স্কুলছাত্রী লামিয়া ঈদ উপলক্ষে বাবা-মায়ের কাছে স্মার্টফোন কিনে দিতে বলে। বয়সে ছোট হওয়ায় তার পরিবার এখনই মোবাইল ফোন কিনে দিতে আপত্তি জানান। এ নিয়ে অভিমান করে আত্মহত্যা করে লামিয়া। লামিয়া অষ্টম শ্রেণিতে পড়তো। ক্যাডেট স্কুলে ভর্তির জন্য সে রাজশাহীতে কোচিং করছিল। ঈদের আগেই বাড়িতে যায় সে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৪, ২০২১
এসএস/এমআরএ