ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মার্টফোন কিনে না দেওয়ায় প্রাণ দিলো স্কুলছাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ১৪, ২০২১
স্মার্টফোন কিনে না দেওয়ায় প্রাণ দিলো স্কুলছাত্রী

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে ঈদে স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমান করে লামিয়া সরকার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  

শুক্রবার (১৪ মে) ভোরে উপজেলার পানানগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া ওই গ্রামের মামুনুর রশিদ ওরফে হিটলারের মেয়ে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) ইমরান জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, স্কুলছাত্রী লামিয়া ঈদ উপলক্ষে বাবা-মায়ের কাছে স্মার্টফোন কিনে দিতে বলে। বয়সে ছোট হওয়ায় তার পরিবার এখনই মোবাইল ফোন কিনে দিতে আপত্তি জানান। এ নিয়ে অভিমান করে আত্মহত্যা করে লামিয়া। লামিয়া অষ্টম শ্রেণিতে পড়তো। ক্যাডেট স্কুলে ভর্তির জন্য সে রাজশাহীতে কোচিং করছিল। ঈদের আগেই বাড়িতে যায় সে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৪, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।