ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ১৫, ২০২১
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নুরুন্নবী (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেলে উপজেলার মাঝিড়া বন্দর বারনিঘাটা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নূরুন্নবী উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে এবং বগুড়া আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মাঝিড়া বন্দর বারনিঘাটা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল চালক নুরুন্নবীকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-হাসান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া রয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মে ১৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ