ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

লেগুনার ধাক্কায় কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মে ২১, ২০২১
লেগুনার ধাক্কায় কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুরে লেগুনার ধাক্কায় রিকশা আরোহী মরিয়ম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে আজমপুর রেলগেট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজমিস্ত্রী রাকিব হোসেনের মেয়ে মরিয়ম। পরিবারের সাথে উত্তরখান ফকির শাহ মাজার এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়তো সে।

উত্তরা পূর্ব থানার উপ পরিদশর্ক (এসআই) কমল কুমার জানান, হৃদয় নামে এক ব্যক্তি তার নিজের সন্তান ও প্রতিবেশী ভাড়াটিয়ার সন্তান মরিয়মকে নিয়ে রিকশায় করে ঘুরতে বেরিয়েছিলো। তখন আজমপুর রেলগেট মোড়ে একটি লেগুনা পেছন থেকে তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে কোল থেকে শিশু মরিয়ম ছিটকে পড়ে পাকা রাসায় মাথায় গুরুতর আঘাত পায়। আহত শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায় হৃদয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

এসআই আরো জানান, রিকশা আরোহী হৃদয় ও তার সন্তান সুস্থ্য আছেন। তবে রিকশা চালক কিছুটা আহত হয়েছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর চালক সহ লেগুনাটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। শুক্রবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, মে ২১, ২০২১
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।