ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২১, ২০২১
ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফিলিস্তিনের মুসলিমদের উপর মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মে) জুম্মার নামাজ শেষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা করে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এবং সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

সভায় বক্তারা বলেন, ইসরাইল শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। জাতিসংঘও এই প্রেক্ষিতে চুপ করে আছে। আমরা এই হামলার তিব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি মুসলিম দেশগুলোর প্রতি।

সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২১, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।