ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাত করে ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ২৩, ২০২১
রাজধানীতে ছুরিকাঘাত করে ছিনতাই

ঢাকা: রাজধানীর কুতুবখালীতে আবুল কালাম (৫৩) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।

রোববার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত কালাম জানান, তাদের বাসা কদমতলী পাটেরবাগ। পাটেরবাগ ইতালি মার্কেটে তিনি ও ছেলে আকরামুল হাসান (২০) মাছের ব্যবসা করেন। ভোরে ছেলেসহ রিকশা করে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলেন মাছ কিনতে। পথে যাত্রাবাড়ী কুতুবখালী কবরস্থানের পাশে একটি মোটরসাইকেলে দুই জন ছিনতাইকারী এসে তাদের রিকশার গতিরোধ করে।

তিনি জানান, ছিনতাইকারীরা তার বাম হাতে চাপাতি দিয়ে একটি কোপ দেয়। এতে ভয় পেয়ে ছেলে আকরাম তার সঙ্গে থাকা ব্যবসার ৩৫ হাজার টাকা দিয়ে দেয় তাদের। পরে ছিনতাইকারীরা চলে গেলে আবুল কালামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আবুল কালামকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তিতে যাত্রাবাড়ী থানায় গিয়েছেন মামলা করতে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ২৩, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।