গাজীপুর: দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষায় কাশিমপুর কেন্দ্রীয় কারাফটকের সামনে সমবেত হয়েছেন সাংবাদিকরা।
রোববার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে ও পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাফটকে অবস্থানরত সাংবাদিকরা জানান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এ খবর পেয়ে গাজীপুরের স্থানীয় ও ঢাকা থেকে সাংবাদিকরা কারাফটকে ফুল নিয়ে সহকর্মী রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষা করছেন। আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই যাচাই-বাছাই করা হবে। পরে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। জামিনের খবর পাওয়ার পর প্রচণ্ড রোদ উপেক্ষা করে সাংবাদিকরা কারাফটকের সামনে অবস্থান করছেন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। গত মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টায় একটি প্রিজন ভ্যানে করে সাংবাদিক রোজিনাকে এ কারাগারে নেওয়া হয়।
আরও পড়ুন:
জামিন পেলেন রোজিনা ইসলাম
‘জামিনের কাগজ কারাগারে পৌঁছালে রোজিনাকে ছেড়ে দেওয়া হবে’
বাংলাদেশ সময়: ১৫০৬, মে ২৩, ২০২১
আরএস/এমজেএফ