ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ জাসদ।
সোমবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তাকে যেভাবে হেনস্তা ও গ্রেফতার করা হয়েছে তা দেখে দেশের সাধারণ মানুষ এবং সাংবাদিক মহল বিস্মিত ও ক্ষুব্ধ না হয়ে পারেন না। গতকাল তার জামিন হলেও মামলা রেখে তার ওপর জুলুম ও হয়রানি হুমকির সুযোগ রাখা হলো। আমরা রোজিনা ইসলামের ওপর আরোপিত মামলা প্রত্যাহার দাবি করছি।
তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ওপর ইতিপূর্বে ছাপানো রিপোর্টের পর সাংবাদিক রোজিনা হয়তো আরও রিপোর্ট প্রকাশ করবেন এই আশংকায় মন্ত্রণালয়ের অনেকে মিলে তাকে যেভাবে হেনস্থা করেছেন তা শুধু একটি দুর্নীতি-লুণ্ঠনে উন্মত্ত অশুভ চক্রের পক্ষেই করা সম্ভব। আমরা ঘৃণাভরে এই চক্রের তীব্র নিন্দা জানাই এবং সরকারের বিভিন্ন মহলে সক্রিয় লুটেরা-দুর্বৃত্তদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগনের প্রতি আহ্বান জানাই।
সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক নোয়াব, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলমগীর হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আসাদুজ্জামান খান জাকির, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন আহমেদ শহীদ, জাতীয় যুবজোটের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন জাসদ ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরকেআর/এমআরএ