ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ২৪, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী: রাজশাহীসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা ১১টার দিকে সারাদেশের মতো রাজশাহীতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি তোলেন অবিলম্বে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার। করোনা মহামারির বাহানায় শিক্ষা মন্ত্রণালয় অযৌক্তিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।  

শিক্ষার্থী জিন্নাত আরা সুমু বলেন, অবিলম্বে শিক্ষপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকার আওতায় আনতে হবে।

শিক্ষার্থী নাদিম সিনা বলেন, করোনা মহামারির দোহাই দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে জিম্মি করা হচ্ছে। সরকার পরিকল্পিতভাবে এ প্রজন্মকে অসার ও মেরুদণ্ডহীন করে তুলছে। অবিলম্বে শিক্ষপ্রতিষ্ঠান না খুলে দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দেব। কারণ ৪৩৫ দিন ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। লকডাউনের মধ্যেও শপিংমল, মার্কেট, অফিসসহ গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ছয়টি দাবি তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহম্মেদ। সঞ্চালনা করেন অপর শিক্ষার্থী জান্নাতুল সাবিরার।

এ সময় আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহব্বত হোসেন মিলন, রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমু, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, রুয়েটের শিক্ষার্থী জারির আহমেদ, এস এন সুভা, আনিস, আরিফুল ইসলাম, সজিব, শাহীন রবি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।