নাটোর: নাটোরের লালপুর উপজেলার মহরকয়া গ্রাম থেকে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৬ জন হ্যাকারকে আটক করেছে র্যাব।
বুধবার (২৬ মে) বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ থেকে
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মে) দিনগত রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১১টি সিম কার্ড, দু’টি রাউটার, দু’টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার রোলার ও নগদ এক হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মো. পাপ্পু আলী (১৯), মো. আজিম আলী ওরফে সম্রাট (১৯), চকবাতকয়া গ্রামের মো. অন্তর উদ্দিন ওরফে বিল্লু (১৮), মো. সজিব আলী (১৮), পাইকপাড়া গ্রামের মো. স্বাধীন (১৮), মোহরকয়া ভাঙাপাড়া গ্রামের মো. ফরিদ উদ্দিন (২৫), মো. রবিউল ইসলাম (২২), মো. মোহন সরকার (২২), মো. শাহপরান সরকার (২০), উত্তর লালপুর পুরাতন বাজার এলাকার মো. আশিকুর রহমান বিন্টু (২২), রামকৃষ্ণপুর গ্রামের মো. মহিন (২১), মাহরকয়া নতুনপাড়ার মো. শাহাবুল ইসলাম (৩৫), মনিহারপুর এলাকার মো. রুবেল হোসেন (২৬), বিলমারিয়া মিলহাউজপাড়ার মো. আলম হোসেন (৩৭), নাগশষা গ্রামের মো. সিরাজুল ইসলাম (৩০) ও মো. নাজিম আলী (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ১৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে আসছিলেন। সেই সঙ্গে সেসব অ্যাকাউন্ট থেকে ভিকটিমদের পরিচিতজনের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রথমে এ প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১১ জনকে আটক করা হয়। আটক করার সময় ১৬ জনের মধ্যে নয়জন মাদক সেবন করছিলেন। তাদের পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা করে চিকিৎসক জানান যে তারা ইয়াবাসেবী। আটক ১৬ জনের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদকসেবী নয়জনের বিরুদ্ধে আলাদা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২৬, ২০২১
এসআই