ফেনী: ফেনী পৌর শহর বড় বাজারের সওদাগর পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মে) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, বড় বাজারের সওদাঘর পট্টির সওদাঘর টাওয়ারের ৪র্থ তলার আইমান ফোম হাউজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তা অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে ফোম হাউজটি ছাড়াও পাশের আরেকটি ব্যাগের দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ কি তা এখনই বলা যাচ্ছে না বলে জানান পূর্ণচন্দ্র মুৎসুদ্দী। রাত সাড়ে ১১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারভেজুল ইসলাম হাজারী।
বাংলাদেশ সময় : ২৩৫৩ ঘণ্টা, মে ২৬, ২০২১
এসএইচডি/আরএ