মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের জন্মভিটায় জানাজা শেষে তার স্বামী কর্নেল মালেকের কবরের পাশেই সমাহিত করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১০টার সময় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়ে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান আজম আপেল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জের মেয়র রমজান আলী, সাবেক সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আ খ ম নূরুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় ফৌজিয়া মালেক রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ২৮, ২০২১
এনটি