ঢাকা: অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি এবং আয়োজকরা সময়মতো উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট (বিটিআরআই) ও নাহার কুকিং ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পর্যটন ভবনের বাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি ছিল ‘ঐতিহ্যবাহী রান্না: সেরা ১০০ রেসিপি’ গ্রন্থের প্রকাশনা উৎসব এবং বিটিআরআই কালিনারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান।
সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট সময়ের কিছু আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর তিনি ব্যাঙ্কুয়েট হলে মঞ্চের সামনেই প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন। এই সময়ের মধ্যে আয়োজকদের দুই-একজন বাদে তেমন কাউকে অনুষ্ঠানস্থলে দেখা যায়নি। অনুষ্ঠান শুরু হতে আরও দেরি হওয়ার বিষয়টি পরিলক্ষিত হলে সাড়ে তিনটার দিকে রেগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
আয়োজকদের দুই-একজন প্রতিমন্ত্রীকে বিভিন্নভাবে অনুরোধ করলেও তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। প্রতিমন্ত্রী এ সময় আয়োজকদের বলেন, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। এখন পর্যন্ত অন্য কোনো অতিথি বা সব আয়োজক নেই। আমারও তো রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আপনাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
সংস্কৃতি প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর সেখানে উপস্থিত সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া, অনুষ্ঠানের শুরুতে বিলম্ব করা, দীর্ঘক্ষণ অপেক্ষা করানো এবং আয়োজকসহ অন্যান্য অতিথিরা সময়মতো না আসয় প্রতিমন্ত্রী মহোদয় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানা যায়, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হান্নান মিঞা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ এবং বিশিষ্ট রন্ধনবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব কেকা ফেরদৌসি। পরে অনুষ্ঠানটি বিকেল সাড়ে চারটার দিকে শুরু করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর আরও কয়েকজন ব্যক্তিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। তারা হল থেকে বের হওয়ার সময় সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন।
পরবর্তীতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, বাংলাদেশ ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের ফাউন্ডার প্রেসিডেন্ট ও মাই টিভির প্রযোজক (অনুষ্ঠান) কাজী রহিম শাহরিয়ার, ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটের (আইসিআই) করপোরেট এক্সিকিউটিভ শেফ ড্যানিয়েল সি গোমেজ, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও জনপ্রিয় রন্ধনশিল্পী মেহেরুন্নেসা, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সিনিয়র ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এসেসর ও বিশিষ্ট রন্ধনশিল্পী তানিয়া শারমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসার। তার সম্পাদনাতেই অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী রান্না: সেরা ১০০ রেসিপি’ বইটি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২৮, ২০২১
এইচএমএস/এমজেএফ