ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৬

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২১
আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৬ ...

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও জব্দ করা হয়েছে বাসটি।

শনিবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ।

এর আগে শুক্রবার (২৮ মে) রাত ১টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

আটকরা হলো- ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও বগুড়া জেলার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতো।
 
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নবীনগর থেকে টঙ্গী যাওয়ার উদ্দেশে নিউগ্রাম বাংলা নামের একটি মিনিবাসে উঠেন সেই তরুণী। পরে বাসটিতে থাকা যাত্রীদের সবাইকে নামিয়ে দেয় হেলপার ও চালক। বেশ কিছুক্ষণ বাসটি চলার পর টঙ্গী না গিয়ে পুনরায় নবীনগরের দিকে ফিরে আসে। এসময় আশুলিয়া বাজার গরুর হাট এলাকায় পৌঁছে বাসে থাকা অভিযুক্তরা গভীর রাতে ওই তরুণীকে দলগতভাবে ধর্ষণ করে। ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যক্তির চিৎকারে টহল পুলিশ বুঝতে পেরে বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ছয় জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হবে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।