ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগের সেই ফারুককে অটোরিকশা দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২৯, ২০২১
ছাত্রলীগের সেই ফারুককে অটোরিকশা দিলেন প্রধানমন্ত্রী অটোরিকশা চালাচ্ছেন ফারুক।

ঢাকা: নোয়াখালীর কবিরহাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা দরিদ্র আনোয়ার হোসেন ফারুককে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাংলানিউজকে জানান,  শনিবার (২৯ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক এ অটোরিকশাটি ছাত্রলীগের সাবেক ওই নেতার কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি অর্থাভাবে নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুক এখন রিকশা চালান গণমাধ্যমে এমন সংবাদ আসে।

কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক। ফারুকের ছোট ভাই পারভেজ মোশারফ জেলা ছাত্রলীগের সদস্য।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ২৯, ২০২১
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।