ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মার তীর ঘেঁষে মেরিন ড্রাইভ তৈরি করা হবে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২১
পদ্মার তীর ঘেঁষে মেরিন ড্রাইভ তৈরি করা হবে

নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দোহারের পদ্মা নদীর তীর ঘেঁষে নতুন আরেকটি মেরিন ড্রাইভ তৈরি করা সম্ভব হবে। তাতে দোহার উপজেলার নদী তীরবর্তী জমিগুলো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

শনিবার (২৯ মে) সকালে ঢাকার দোহারে পদ্মা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দোহার উপজেলার পদ্মার তীর ঘেঁষে নতুন মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখানে পর্যটন নগরী, স্যাটেলাইট সিটিসহ বিভিন্ন ধরনের উন্নয়নমুখী প্রকল্প করা সম্ভব হবে। তিনি নাব্যতা ঠিক রেখে দোহারের নদী তীর রক্ষায় ড্রেজিং কার্যক্রম শুরু করার উপর গুরুত্ব দেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে দ্রুততম সময়ে চলমান পদ্মা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ আর খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, ২৫ ইসিবির সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ, ওটিসি মেজর আক্তার হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ুন কবির, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কুষ্ণ পাল, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

শেষে দুপুরে নবাবগঞ্জ উপজেলা হয়ে ঢাকায় যাওয়ার পথে আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে যান এমপি এফ রহমান।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।