সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া উপজেলায় এক পরিবহন মালিকের করা চাঁদাবাজি ও মারধরের মামলায় উজ্জ্বল হোসেন (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) দুপুরে উজ্জ্বল হোসেনকে ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (২৯ মে) রাতে ছয়জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেন পরিবহন মালিক জিএম খসরুজ্জামান মিন্টু। পরে গভীর রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল হোসেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি পাথালিয়ার টাকশুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তিনি এ মামলার এক নম্বর আসামি।
মামলায় বাকি আসামিরা হলেন-মো. রানা (৩০), মো. তুহিন (২৫), স্বপন চিশতী (৪৫), তারেক (৪২) ও চান মিয়া (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মিন্টু ওয়েলকাম পরিবহনের পরিচালক। তার ছয়টি বাস নবীনগরের সড়কে চলাচল করে। উজ্জ্বল ও রানা তার বাসগুলোর দেখাশোনার দায়িত্ব নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছেন। গত ২৯ মে সকালে মিন্টু মোটরসাইকেলে করে নবীনগর গেলে উজ্জ্বলসহ আরও কয়েকজন তাকে থামিয়ে এ সড়কে পরিবহন চালাতে নিষেধ করেন। গাড়ি এ সড়কে চালাতে চাইলে তাদের দায়িত্বে দিতে হবে। মিন্টু এর প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করে তার সঙ্গে থাকা টাকা লুটে নেন তারা। পরে মিন্টুর চিৎকারে আশাপাশের লোকজন জড়ো হলে তারা চলে যান।
বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, মামলার ভিত্তিতে একজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্ট চলছে। গ্রেফতার উজ্জ্বল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসআই