ঢাকা: রাজধানীর কলাবাগানের ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ।
সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ প্রথম লেনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। তা নিশ্চিত হওয়ার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাসায় পৌঁছে সম্ভাব্য আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। উপস্থিত হয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, পিবিআই ও র্যাবের তদন্তকারী দল।
আরও পড়ুন
** চিকিৎসকের গলায়-পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে
** গ্রীন লাইফের নারী চিকিৎসক খুন
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমএমআই/আরবি