ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২১
রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

রাঙামাটি: রাঙামাটি পৌর এলাকার শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।  

বৃহস্পতিবার (০৩ জুন) সকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা শহরের সুবিধা বঞ্চিতদের হাতে ত্রাণ তুলে দেন রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রেজাউল করিম।

এসময় রাঙামাটি জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. নাছমুছ ছাকিবসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, দুই কেজি করে আটা, দুই কেজি করে ডাল, এক কেজি করে লবণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।