ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সেপটিক ট্যাঙ্কে নেমে দু’জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ৫, ২০২১
ভোলায় সেপটিক ট্যাঙ্কে নেমে দু’জনের মৃত্যু

ভোলা: ভোলায় সেপটিক ট্যাঙ্কে নেমে দু’জনের মৃত্যু হয়েছে।   শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- মালেক (৫০) ও জসিম (৪০)। এদের মধ্যে মালেক ঘর মালিক এবং জসিম রাজমিস্ত্রি বলে জানা গেছে। জসিমের বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাডগী গ্রামের মালেকের শৌচাগারে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাজ করতে নামেন মিস্ত্রি জসিম। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও  তিনি ফিরে না আসায় ট্যাঙ্কের ভেতরে নামেন ঘর মালিক আ. মালেক। তিনিও বাইরে বের হয়ে না আসায় অপর দুই মিস্ত্রি শাহবুদ্দিন ও কবির ভেতরে প্রবেশ করেন। পরে কেউ-ই ফিরে না আসার একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে ট্যাঙ্কের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।