বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া এক নারী ও দুই পুরুষকে আড়াই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
রোববার (৬ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন- ফরিদপুর জেলার জয়নাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬) ব্রাহ্মবাড়িয়া জেলার শহিদ মিয়ার ছেলে এলাহী মিয়া (৫৫) খুলনা জেলার দিন আলী মোল্যার মেয়ে তাছলিমা আক্তার (২১)।
বেনাপোল থেকে গ্রহনকারী জাস্টিস অ্যান্ড কেয়ারের এনজিও সংস্থার সিনিয়র প্রোগ্রমার অফিসার শাওলী সুলতানা জানান, বিভিন্ন সময় দালালের খপ্পড়ে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে রাজস্থানে পাচার হয়। পরে রাজস্থানের পুলিশ তাদের আটক করলে আড়াই বছর তারা জেল খাটেন। পরবর্তীকালে রাজস্থানের আরোয়া ডিটেক্টর নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে আজ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের তিন জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। তাদের বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য তাকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এনটি