ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জুন ৭, ২০২১
মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর মাঝপাড়া গ্রামে বজ্রপাতে প্রাণ হারালেন উকিল হোসেন (৩৮) নামে এক কৃষক।

সোমবার (৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

উকিল হোসেন ওই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বাংলানিউজকে জানান, বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে যান উকিল হোসেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের মাধ্যমে স্বজনরা তাকে উদ্ধার করে মুজিবনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৬ জুন) একই উপজেলার পুরন্দরপুর গ্রামে বজ্রপাতে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।