ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে মাহবুব আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুন ৮, ২০২১
খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে মাহবুব আলী

কক্সবাজার: কক্সবাজার সদরের খুরুশকুলে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।  

মঙ্গলবার (৮ জুন) বিকেলের দিকে তিনি সেখানে যান।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জসিম।

এরপর মন্ত্রী পর্যটনের জন্য বরাদ্দকৃত ৯৫ একর জায়গা ঘুরে দেখেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী দু’দিনের সফরে এদিন বেলা ১১টার দিকে প্লেনে করে কক্সবাজার আসেন। কক্সবাজার পৌঁছেই তিনি নির্মাণাধীন বিমানবন্দরের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।