ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিষ খাইয়ে জামাইকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
বিষ খাইয়ে জামাইকে হত্যার অভিযোগ

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বিষ দিয়ে জামাই শাহা আলম (৩৫) নামে জামাইকে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহ আলম দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামের হেকমত আলীর ছেলে।

এর আগে, বুধবার (০৯ জুন) রাতে বউকে বাড়ি নিতে শ্বশুরবাড়ি ডিগ্রিচর এলাকার পূর্বপাড়া গ্রামে আসেন শাহা আলম। রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সেই খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেন শাহা আলমের বড় ভাই সাইমদ্দিন।

সাইমদ্দিন জানান, ১২ বছর আগে ডিগ্রিরচর পূর্বপাড়া গ্রামের মৃত রাজ্জাকে মেয়ের সঙ্গে ভাই শাহা আলমের বিয়ে হয়। এর মধ্যেই তিনটি সন্তানও হয়। কয়েকদিন আগে বেড়াতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি যায় রোকসানা। বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ফেরত আনতে শ্বশুরবাড়ি গেলে রাতে খাবারের সঙ্গে বিষ মেশানো হয়। সকালে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে বকশীগঞ্জ হাসপাতালে এনে চিকিৎসা করানো অবস্থায় বেলা ১টার দিকে মারা যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটি হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।